Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২২

প্রেস নোট Samuda Chemical Complex, গজারিয়া, মুন্সিগঞ্জ এ স্থাপিত জ্বালানি দক্ষ যন্ত্রপাতি মনিটরিং কার্যক্রম পরিচালনা


প্রকাশন তারিখ : 2022-10-19

জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্প, স্রেডা’র আওতায়, গত ১৬ অক্টোবর ২০২২ তারিখে জ্বালানির বৃহৎ ব্যবহারকারীদের মধ্যে অন্যতম Samuda Chemical Complex এ স্থাপিত জ্বালানি দক্ষ যন্ত্রপাতি মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে Energy Saving Potential & Opportunities in the chemical Industries শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এ কার্যক্রমে মিজ মুনিরা সুলতানা, এনডিসি, চেয়ারম্যান, গ্রেড-১, স্রেডা,  মিজ ফারজানা মমতাজ, সদস্য (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ), স্রেডা; জনাব মোঃ রেজাউল হক, পরিচালক( জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ) ও প্রকল্প পরিচালক, ইইসিপিএফপি, স্রেডা;  জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক ( জ্বালানি নিরীক্ষা), স্রেডা; জনাব তৌফিক রহমান, সহকারী পরিচালক (স্ট্যান্ডার্ডস এন্ড লেবেলিং) ও সহকারী প্রকল্প পরিচালক (কারিগরী), ইইসিপিএফপি, স্রেডা ও প্রকল্পের আওতায়  নিয়োজিত  ৪ জন পরামর্শকগণ অংশগ্রহণ করেন।